BNCC

বিএনসিসি

বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর (বিএনসিসি)’র এক গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। ১৯২৩ সালের Indian Teritorial Force (ITF) আইন পাশ হবার পর কতিপয় বিশ্ববিদ্যালয়ে UTC (University Training Corps) খোলার সিদ্ধান্ত হয়, যা ৬ নভেম্বর ১৯২৭ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ১৯৪৩ সালে এর নাম পরিবর্তন করে University Officers Training Corps (UOTC) করা হয়। এরপর ২৩ মার্চ ১৯৭৯ সাল থেকে বর্তমান বিএনসিসি যাত্রা শুরু করে। প্রশাসনিক ভবনের দ্বিতীয়তলায় বিএনসিসি’র অফিস ও স্টোররুম হিসেবে বরাদ্দ আছে।

উদ্দেশ্য

ক) ব্যক্তিগত চারিত্রিক উন্নয়ন সাধনের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ।

খ) দেশ  প্রতিরক্ষায়  আগ্রহী  করে  তোলার  উদ্দেশ্যে তরুণ – তরুণীদের সামরিক প্রশিক্ষণ প্রদান।

গ) শৃঙ্খলাবদ্ধ স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে দুর্যোগকালীন সময়ের  প্রয়োজনে প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরিকরণ।

ঘ) বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে দ্বিতীয় সারির প্রতিরক্ষা বাহিনীর সদস্য সংগ্রহ নিশ্চিতকরণ।

ঙ) সশস্ত্র বাহিনীসহ সকল সত্মরে নেতৃত্বদানে সক্ষম একদল তরুণ নেতৃত্ব সৃষ্টি করা।

 

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

জনাব মোঃ তৌহিদুল ইসলাম (১৪০৩৩)
সহকারী অধ্যাপক উদ্ভিদবিজ্ঞান
০১৭১১-২৩৪১৪১