College master plan

ল্যাবরেটরি

    সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞানের কলাকৌশলগুলো্ হাতে কলমে শিখিয়ে শিখার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার উপযোগী বিজ্ঞান গবেষণাগার রয়েছে এ প্রতিষ্ঠানে। রসায়ন, পদার্থ বিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, গণিত বিভাগ আধুনিক ও প্রয়োজনীয় উপকরণে সুসজ্জিত এবং অত্যন্ত সমৃদ্ধ। ল্যাবরেটরিতে শিক্ষার্থীরা নিয়মিত ব্যবহারিক শিক্ষা গ্রহণ করে থাকে।

ছাত্র কমনরুম

কলেজ ক্যাম্পাসে লাইব্রেরী ভবনের পাশে এবং বিজ্ঞান ভবনের সম্মুখে মনোরম পরিবেশে ছাত্রদের একটি কমনরুম রয়েছে। ক্লাসের অবসরে ছাত্ররা সেখানে বিভিন্ন প্রকার ইনডোর গেমসে অংশগ্রহণ করতে পারে। একজন শিক্ষক এই কমনরুমের কার্যক্রম পরিচালনা করে থাকেন।

 

ছাত্রী কমনরুম

প্রশাসনিক ভবনে শিক্ষক লাউঞ্জের পাশে ছাত্রীদের একটি কমনরুম রয়েছে। ক্লাসের অবসরে ছাত্রীরা সেখানে অবস্থান ও বিভিন্ন প্রকার ইনডোর গেমসে অংশগ্রহণ করে থাকে।

 

শহীদ মিনার

প্রশাসনিক ভবনের পিছনে এবং বিজ্ঞান ভবনের সম্মুখ ভাগে কলেজের শহীদ মিনারটি অবস্থিত। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি কলেজের সমস্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ সমাজের বিভিন্ন সত্মরের মানুষ শহীদ বেদীতে পুস্পসত্মবক অর্পণের মাধ্যমে ৫২’র ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। বর্তমানে শহীদ মিনারটি বৃহৎ আকৃতিতে ও নান্দনিক করার জন্য কলেজ প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।