৪০তম বিসিএস এর মাধ্যমে কলারোয়া সরকারি কলেজে পদায়নকৃত সাধারণ শিক্ষা ক্যাডারের ৪ জন নবীন কর্মকর্তার যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৪ ডিসেম্বর রবিবার কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আনোয়ারুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কলারোয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ জনাব মোঃ আতিয়ার রহমান। নব-যোগদান কারী ৪০তম বিসিএস শিক্ষা কর্মকর্তাগণ হলেন- প্রভাষক সরোজ আলী সরদার (উদ্ভিদ বিদ্যা), প্রভাষক আহসান উল্লাহ (রসায়ন), প্রভাষক সেবানন্দ কুমার সরকার (ব্যবস্থাপনা), প্রভাষক অমিত কুমার ঘোষ (কৃষি বিজ্ঞান)। এছাড়াও কলেজের সকল শিক্ষা কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





