Academic Info

কলেজ প্রতীক পরিচিতি

কলারোয়া সরকারি কলেজের প্রতীকে রয়েছে সূর্য ও দোয়াত কলম ভেতর থেকে বাইরে বৃত্তগুলো যথাক্রমে সত্য, সুন্দর, পবিত্রতা ও বিশ্বজনীনতার প্রতীক। একটি উন্মুক্ত গ্রন্থ জ্ঞানের প্রতীক। একটি ফিতার বন্ধন বন্ধুত্ব ও পরমতসহিষ্ণুতার প্রতীক। একটি প্রদীপ শিখা আলোকিত মানুষের প্রতীক। কলারোয়া সরকারি কলেজের প্রতীকে রয়েছে একটি বৃত্তের মধ্যে উপরের বা দিকে সূর্য, ডানদিকে দোয়াত-কলম এবং নিচে উন্মুক্ত গ্রন্থ। সূর্য সকল শক্তির আধার, দোয়াত কলম ও উন্মুক্ত গ্রন্থ জ্ঞান চর্চার প্রতীক। শক্তির আদি উৎস খুঁজতে মানুষ অতি প্রাচীনকাল থেকে জ্ঞান চর্চায় লিপ্ত যার কোন শেষ নেই।