খেলার মাঠ
প্রশাসনিক ভবনের সম্মুখে সুবিস্তৃত একটি খেলার মাঠ আছে। খেলার মাঠটি কলেজের অন্যতম আকর্ষণ। এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলাধূলা এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। শিক্ষার্থীরা তাদের দৈহিক ও মানসিক স্বাস্থ্য সমুন্নত রাখার জন্য এ মাঠে নিয়মিত খেলাধূলা করে থাকে।
ক্রীড়া ও শরীরচর্চা বিভাগ
ক্রীড়াঙ্গনে কলারোয়া সরকারি কলেজের রয়েছে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ছাত্র-ছাত্রীদের দৈহিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার পাশাপাশি নানাবিধ ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য ক্রীড়াবিদ তৈরির লক্ষে শরীরচর্চা শিক্ষকের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পরিচালিত হয় ক্রীড়া ও শরীরচর্চা বিভাগ।